ভারতে জনবসতি গড়েছে চীন!
ভারতের অরুণাচল প্রদেশের বিতর্কিত অঞ্চলে চীন জনবসতি গড়ে তুলছে বলে দাবি করেছে পেন্টাগন। রাজ্যের সীমান্তবর্তী একটি গ্রামে চীন এরই মধ্যে শতাধিক বাড়িঘর নির্মাণ করেছে বলেও জানানো হয়। তবে ওইসব বসতিতে কোনো বেসামরিক নাগরিক বসবাস করেন না উল্লেখ করে সেগুলো চীনের স্থায়ী সেনা শিবির বলে দাবি করেছেন ঊর্ধ্বতন এক ভারতীয় কর্মকর্তা। অরুণাচল প্রদেশের বিতর্কিত অঞ্চল নিয়ে চীন ও ভারতের মধ্যে বিরোধ দীর্ঘদিনের। এবার সেই পালে হাওয়া লাগালো যুক্তরাষ্ট্র। পেন্টাগনের দাবি, সম্প্রতি রাজ্যের চীন সীমান্তবর্তী বিরোধপূর্ণ অঞ্চলের একটি গ্রামে শতাধিক ঘরবাড়ি নির্মাণ করেছে চীন। যদিও ঊর্ধ্বতন এক ভারতীয় কর্মকর্তার দাবি, চীনের গড়ে তোলা জনবসতিগুলোতে আদতে কোনো বেসামরিক নাগরিক বসবাস করেন না। এগুলো চীনের স্থায়ী সামরিক ঘাঁটি বলেও দাবি করেন তিনি। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, গেল বছর অরুণাচল প্রদেশের অতিরিক্ত কমিশনারের দায়িত্ব দেওয়া হয় ডি জে বোরহানকে। তিনি জানান, অঞ্চলটি পরিদর্শনে শেষে সেখানে নির্মাণাধীন বেশ কিছু বড় স্থাপনা দেখতে পেলেও অবৈধ জনবসতি গড়ে তোলার কোনো আলামত পাননি তিনি। সেনা শিবির হিসেবে ব্যবহারের উদ্দেশেই সেগুলো তৈরি করা হয়েছিল বলেও উল্লেখ করেন ওই ভারতীয় কর্মকর্তা। ১৯৬২ সালে ভারত-চীন যুদ্ধের পর ওই অঞ্চলটি দখলে নেয় চীন। এরপর থেকে সেখানে বেশ কয়েকটি ঘাঁটি গড়ে তোলে তারা। যেটি আগে ভারত সেনাদের দখলে ছিল। তখন থেকেই ওই অঞ্চলের মালিকানা নিয়ে বিরোধ চলে আসছে দুই দেশের মধ্যে।